2025-07-29
Ramnagar, Agartala,Tripura
অপরাধ দেশ

‘অপারেশন মহাদেব’ অভিযানে খতম ৩ জঙ্গি

জনতার কলম ওয়েবডেস্ক :- জঙ্গিদমন অভিযানে কাশ্মীর উপত্যাকায় ফের বড় সাফল্য। শ্রীনগরের দাচিগাম জঙ্গলে চালানো হয় সেনার ‘অপারেশন মহাদেব’। এই অভিযানে খতম হয়েছে ৩ জঙ্গি। এদের মধ্যে আছে বৈসরন উপত্যকায় হামলার মাস্টারমাইন্ড সুলেমান ওরফে হাশিম মুসা। তার সঙ্গে নিকেশ হয়েছে দুই জঙ্গি আবু হামজা এবং ইয়াসির। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিহত তিন জঙ্গি লস্কর-ই তইবার সক্রিয় সদস্য এবং পাকিস্তানের নাগরিক ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশ যৌথ অভিযান চালায়। এই অভিযানকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে দাচিগাম এলাকা।

সেনা সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে শ্রীনগরের দাচিগাম জঙ্গল এলাকায় অভিযানে নামে ভারতীয় সেনার চিনার কোর। অভিযানের নাম ছিল ‘অপারেশন মহাদেব’। জঙ্গিদের সম্ভাব্য ঘাঁটিকে টার্গেট করে গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। বিরাট নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলার পর আর পালানোর পথ ছিল না জঙ্গিদের। এমন অবস্থায় সেনাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে জঙ্গির। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। বেশ কিছুক্ষণ ধরে দুই পক্ষের মধ্যে চলে তুমুল গুলির লড়াই। নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন জঙ্গির মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ওই অঞ্চলে বেশ কয়েকজন জঙ্গি এখনও লুকিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। এলাকা জুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে গোটা এলাকা জুড়ে। জঙ্গিদের কাছ থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে বলে সূত্রের দাবি গোয়েন্দা সূত্রে খবর, সম্প্রতি সীমান্ত পেরিয়ে প্রায় ১৫০ জন জঙ্গি এ দেশে অনুপ্রবেশ করেছে। তারা ওই অঞ্চলেই আত্মগোপন করে রয়েছে। সেই জঙ্গিদের দমন করতে জারি আছে অভিযান।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল কাশ্মীরে বৈসরণ উপত্যকায় লস্কর-ই-তইবার ছায়া সংগঠন টিআরএফ-এর জঙ্গিদের গুলিতে প্রাণ যায় ২৬ জন পর্যটকের। ধর্মীয় পরিচয় জেনে পর্যটকদের হত্যা করে জঙ্গিরা। এই বর্বরোচিত হামলায় সঙ্গে জড়িত জঙ্গিদের খোঁজে গত কয়েক মাস ধরে লাগাতার অভিযান চালাচ্ছে সেনা। এই অভিযানের পোশাকি নাম অপারেশন মহাদেব। এদিনের অভিযানও তারই অংশ। এর আগে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারতীয় সেনা। পাকিস্তানে ঢুকে নিশানা করা হয় জঙ্গি ও তাদের একাধিক ঘাটি। তারপর দুই দেশের সংঘাত বাড়তে থাকে। কয়েকদিন পর সেই সংঘাত কমে। তবে কাশ্মীরে জঙ্গি দমন অভিযান জারি আছে ভারতীয় সেনার। সোমবার অপারেশন মহাদেব নামে দাচিগাম জঙ্গলে চালানো অভিযানে সাফল্য পায় ভারতীয় সেনা।

লোকসভায় অপারেশেন সিঁদুর নিয়ে আলচনার দিনই জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনার গুলির লড়াইয়ে তিন জঙ্গিকে খতম হয়া বড় সাফল্য। তবে সবচেয়ে উল্লেখযোগ্য, পহেলগাঁও জঙ্গি হামলার সঙ্গে জড়িত কুখ্যাত জঙ্গি সুলেমান মুসার নাম। জঙ্গিদের ডেরা থেকে এএম ৪৭ রাইফেল থেকে আমেরিকায় তৈরি কার্বাইনের মতো অত্যাধুনিক অস্ত্রও উদ্ধার হয়েছে। সেনার ভূমিকার প্রশংসা করেছেন ভারতীয় সেনার নর্দান কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service