2024-12-14
agartala,tripura
অপরাধ

সামান্য বিষয়ে যুবক রক্তাক্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আগরতলা শহরতলী চান্দিনা মুড়া এলাকায় দ্বীপজ্যোতি দাস নামে এক যুবককে বেধড়ক মারধর করলো ওই এলাকারই দুই ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তিদের নাম ইন্দ্রজিৎ এবং জহর সিং। দীপজ্যতির অভিযোগ সে তার মোটরসাইকেলটি রেখেছিল ওই এলাকার ইন্দ্রজিত নামে এক যুবকের দোকানের সামনে। দোকানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে ইন্দ্রজিতের সাথে দ্বীপজ্যোতির কথা কাটাকাটি শুরু হয়। ইন্দ্রজিৎ দ্বীপজ্যোতিকে অশ্লীল গালিগালাজ দিতে শুরু করে। এতে মাথা গরম হয়ে যায় দ্বীপজ্যোতি দাসের ।সে ইন্দ্রজিতের দোকানের সামনের টেবিলে রাখা কিছু জিনিসপত্র ফেলে দেয়। ফলে ঝগড়া আরো বেড়ে যায়। ইন্দ্রজিৎ দ্বীপজ্যোতির কাছে ক্ষতিপূরণ দাবি করে। ক্ষতিপূরণ দিতে অস্বীকার করায় একসময় ইন্দ্রজিৎ এবং জহর সিং দ্বীপজ্যোতির উপরে হামলা চালায় এবং তাকে বেধড়ক মারধর করে আহত করে। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় কিছু লোক দ্বীপজ্যোতিকে জিবি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। অভিযুক্ত ইন্দ্রজিৎ এবং জহর সিংয়ের বিরুদ্ধে থানায় মামলা করবেন দ্বীপজ্যোতি দাস এমনটাই জানিয়েছেন সাংবাদিকদের কাছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service