জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-অবশেষে সাংবাদিক তাপস দাস নিগ্রহ কাণ্ডে গ্রেপ্তার হল এক হামলাকারী।অভিযুক্ত হামলাকারীকে এনসিসি থানার পুলিশ গ্রেপ্তার করেছে।ধৃতের নাম রূপম দেববর্মা, ওরফে ভুলন। ভগবান ঠাকুর চৌমুহনীর পিসির বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে মাংস বিক্রেতা বলে জানা গেছে।অপর অভিযুক্তরা এখনো পলাতক। গত ৩ জুলাই কাজ শেষ করে রাতে বাড়ি ফেরার পথে সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় আচমকাই তার ওপর দুর্বৃত্ত হামলা হয়। দুজনের দুর্বৃত্ত দলটি তাকে বেধড়ক মারধর করার পাশাপাশি তার মাথা ফাটিয়ে দেয়। আততায়ীরা তার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে জি বি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে পরদিনই স্থানীয় এনসিসি থানায় মামলা লিপিবদ্ধ করা হয়। কিন্তু আতাতায়ীদের ধরতে পুলিশের গড়িমসিতে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ দেখা দেয়। বুধবার সাংবাদিক নিগ্রহের জেরে সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় সাংবাদিকদের তরফ থেকে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি নিয়ে মৌন প্রতিবাদ করা হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার তাপস দাসের ওপর হামলাকারী এক অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় এনসিসি থানার পুলিশ।
অপরাধ
সাংবাদিক নিগ্রহে গ্রেপ্তার এক
- by janatar kalam
- 2022-07-14
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this