2024-12-18
agartala,tripura
অপরাধ

পুলিশের ভুমিকায় অসন্তুষ্ট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বারবার সাংবাদিকদের উপর আক্রমনের ঘটনা ঘটছে কেন? এর জবাব চেয়ে বুধবার মৌণ প্রতিবাদে শামিল হল কর্মরত সাংবাদিকরা। রাজধানীর এন সি সি থানার সামনে ঐ প্রতিবাদ কর্মসূচী পালন করে তারা। ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবীতে সোচ্চার হলেন সাংবাদিকরা। স্যান্দন পত্রিকার সাংবাদিক তাপস কুমার দাসের উপর বর্বোরোচিত আক্রমনের ঘটনায় অভিযুক্তদের এখনো জালে তোলা গেলনা এই ধরনের গুচ্ছ দাবী নিয়ে প্রতিবাদে সোচ্চার হলেন তারা। এক প্রতিনিধি দল দেখা করলেন সংশ্লিষ্ট থানার এস ডি পিওর সঙ্গে। স্পষ্ট ভাষায় জানিয়ে এলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে ঐ ঘটনার সঙ্গে যুক্তদের গ্রেপ্তার করে দেখাতে হবে পুলিশ প্রশাসনকে। নতুবা পরবর্তী পদক্ষেপ হিসাবে ভি আই পি সড়ক অবরোধে বসতে বাধ্য হবেন কর্মরত সাংবাদিকরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service