2024-12-18
agartala,tripura
অপরাধ

জোড়াখুন কাণ্ডে ধৃত আরও এক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বোধজং নগর থানা এলাকার বৃন্দা মুড়াতে কিছুদিন আগে জোড়া খুনের ঘটনা ঘটে। খুন হওয়া দুই যুবকের নাম পুষ্পক সাহা এবং বাসুদেব দেববর্মা। দুই মৃতদেহ উদ্ধারের পর মৃত যুবকদের অভিভাবকরা বোধজং নগর থানায় খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে গ্রেপ্তার করে রোহিত সিনহা নামের এক যুবককে। তাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ গ্রেপ্তার করে সোহেল মিয়া, প্রসেঞ্জিত চৌধুরি এবং বাপি দেবনাথকে তারা বর্তমানে জেল হাজতে রয়েছে । পরবর্তী সময়ে খুনের ঘটনায় জড়িত দীপ্তি দেববর্মা নামে এক মহিলাকে পুলিশ গ্রেফতার করে ১১ জুলাই। বর্তমানে সে পুলিশ কাস্টডিতে রয়েছে। দীপ্তিকে জিজ্ঞাসাবাদের পর জোড়া খুনের ঘটনায় জড়িত সন্দেহে বাবুল দেববর্মা নামে আরো এক যুবককে আটক করেছে বোধজং নগর থানার পুলিশ। ধৃত যুবকের বাড়ি কমলপুর মহকুমায়। এই জোড়া খুনের ঘটনায় মূল মাস্টারমাইন্ডের নামও বাবুল দেববর্মা। তবে এখনো সে পলাতক। এদিন ধৃত বাবুল দেববর্মাকে কোর্টে পেশ করা হয়েছে। তাকে সাত দিনের জন্য পুলিশ রিমান্ডে আনার আবেদন জানিয়েছে পুলিশ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service