2024-12-16
agartala,tripura
অপরাধ

নেশার টাকা জোগাড় করতে গিয়ে চুরি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-নেশার টাকা জোগাড় করার জন্য চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পরল এক যুবক। ঘটনা রাজধানী আগরতলার ডিমসাগর এলাকায়। স্মার্ট সিটি প্রকল্পে সেখানে থাকা ওয়াটার এটিএম থেকে টাকা লুট করার সময় হাতেনাতে ধরা পরল দশমী ঘাট এলাকার এক যুবক। পথ চলতি সাধারণ মানুষদের জন্য স্মার্ট সিটি প্রকল্পে আগরতলা পৌরনিগম ডিমসাগর এলাকায় নির্মাণ করে ওয়াটার এটিএম। মাত্র এক টাকার বিনিময়ে এই ওয়াটার এটিএম থেকে জল সংগ্রহ করতে পারছেন সাধারণ মানুষ। আর এই এটিএমে সংগ্রহীত অর্থে এবার থাবা বসালো এই যুবক। যদিও পাকা হাতে এই চুরির কাজ সম্পন্ন করতে পারেনি যুবকটি। স্থানীয় কিছু লোক বিষয়টি প্রত্যক্ষ করে যুবকটিকে আটক করে ফেলে। জানা যায় ধৃত যুবকের বাড়ি আগরতলা দশমী ঘাট এলাকায়। ওয়াটার এটিএম থেকে টাকা লুট করার সময় ধৃত যুবককে আটক করে স্থানীয়রা খবর দেয় পুলিশকে। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে যুবকটিকে আটক করে থানায় নিয়ে যায়। নেশার জন্য টাকা জোগাড় করার জন্য চুরি করতে গিয়ে যুবক ধরা পড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service