জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
কাজের সন্ধানে উত্তর জেলা থেকে কৈলাসহর ছনতৈল গ্রামে এসে অস্বাভাবিক মৃত্যু এক শ্রমিকের। ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। ঘটনার বিবরণে জানা যায় উত্তর জেলার ধর্মনগরের উষা ভাট্টা থেকে ৫৮ বছর বয়সী বিষ্ণু ব্যানার্জি ও উনার স্ত্রী বৃহস্পতিবার কাজের সন্ধানে কৈলাসহরে আসে। রাত আনুমানিক ১০টা নাগাদ চন্ডিপুর ব্লকের অন্তর্গত ছনতৈল গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের বাসিন্দা পূর্ব পরিচিত উত্তম গোয়ালার বাড়িতে যায়। সেখানে স্বামী স্ত্রী রাতের খাবার খায়। উত্তম গোয়ালা তার ঘরের বারান্দায় তাদের রাত্রি যাপনের ব্যবস্থা করে ঘুমিয়ে পরে। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে বারান্দায় তাদের দেখতে পায়নি উত্তম। এর মধ্যেই হঠাত করে খবর আসে উত্তম গোয়ালার বাড়ীর কাছেই একটি অস্থায়ী ছাউনির নিচে এক বয়স্ক ব্যাক্তির মৃতদেহ পরে রয়েছে, সাথে একজন মহিলা বসে রয়েছে। উত্তম গোয়ালা ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় বিষ্ণু ব্যানার্জীর মৃতদেহ নিয়ে উনার স্ত্রী বসে রয়েছে। সাথে সাথে এলাকার জনপ্রতিনিধি কৈলাশহর থানায় খবর দেয়। কিভাবে বিষ্ণু ব্যানার্জীর মৃত্যু হল সে নিয়ে একদিকে যেমন ওনার স্ত্রী কিছু বলতে পারছেন না, তেমনি উত্তম গোয়ালার বাড়িতে রাত্রি যাপন করার ব্যবস্থা করা হলেও ঠিক কি কারণে এবং কখন তারা এই অস্থায়ী ছাউনিতে এসেছেন সে ব্যাপারেও তৈরি হয়েছে ধোঁয়াশা। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ব্যাপারে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী জানিয়ে উত্তম গোয়ালা কৈলাশহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অপরাধ
কৈলাসহরে শ্রমিকের রহস্যজনক মৃত্যু
- by janatar kalam
- 2022-07-08
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this