2024-12-19
agartala,tripura
অপরাধ

যুবকের রহস্যজনক মৃত্যু

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-নিজের বাইকে করে বাড়ি যাবার পথে মৃত্যু এক যুবকের। মৃত যুবকের নাম টোটন শীল। তবে টোটনের মৃত্যু খুন না, দুর্ঘটনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্ধিহান। যদিও মৃত যুবকের পরিবারের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ঘটনা সাব্রুমের রাণীর বাজার এলাকায়। জানা যায় বুধবার রাতে নিজের বাইকে করে বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে টোটনকে বাইক নিয়ে পড়ে থাকতে দেখেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। সঙ্গে সঙ্গে তারা বিষয়টি স্থানীয় দমকল বাহিনীর নজরে নিয়ে যায়। রাস্তার পাশে এক যুবক পড়ে থাকার খবর পেয়ে, দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই দমকল বাহিনীর কর্মীরা। তারা আশঙ্কা জনক অবস্থায় টুটুনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক, অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জিবিতে হস্তান্তর করে। সেখান থেকে আগরতলায় নিয়ে আসার পথে রাস্তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে টোটন। পরে বৃহস্পতিবার জিবি হাসপাতালে মৃতদেহ ময়না তদন্তের শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। টোটনের মৃত্যু প্রসঙ্গে পরিবারের লোকজন জানান বহির রাজ্যে একটি কোম্পানিতে কর্মরত সে। বাবার বাৎসরিক কাজে অংশ নিতেই কয়েক দিনের ছুটিতে বাড়িতে আসে টোটন। এরমধ্যেই মর্মান্তিক এই ঘটনা। তাদের অভিযোগ টোটনের শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। তাকে পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে। খুনের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান মৃত যুবকের ভাই।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service