2024-11-25
agartala,tripura
অপরাধ

ব্রাউন সুগারসহ লেক চৌমুহনী এলাকায় আটক যুবক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- জানা গেছে, রাধানগরে বসবাসরত কলকাতায় অধ্যয়নরত এক তরুণ কলেজ ছাত্রকে এলাকায় বিক্রি করার সময় লেক চৌমুহনী বাজারের ব্যবসায়ীরা ব্রাউন সুগারসহ ধরা পড়েন। তার সঙ্গে আরেক যুবককে গ্রেপ্তার করা হয়, যে মিডিয়ার সামনে বলেছিল, মাদক সেবন ছাড়া সে ঠিকমতো কাজ করতে পারে না। ব্যবসায়ীদের হাতে ধরা পড়ার পর তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। জানা গেছে, ওই দুই যুবক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের কাছ থেকে মোট ১৫০টি কন্টেইনার উদ্ধার করা হয়েছে। যদিও ঘটনার পিছনে র‌্যাকেট কাজ করছে তা খুঁজে বের করতে পুলিশ তদন্ত করছে। শিক্ষিতদের বক্তব্যে বলা হয়েছে, সাম্প্রতিক কয়েক বছরে মাদকের প্রতি আসক্তি দ্রুত বেড়েছে। মাদকের প্রতি আসক্তি যেভাবে বাড়ছে তাতে বলা যেতে পারে মাদকের সাম্রাজ্য পরিচালনাকারী মূল অপরাধীদের আটক করা না হলে শিগগিরই ধ্বংস হয়ে যাবে তরুণ প্রজন্ম। ঘটনা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের অনেক হাইপ ‘নেশা মুক্ত ত্রিপুরা’ রাজ্যে কোথাও অবশিষ্ট নেই, যেখানে বিপ্লব দেব দাবি করেছিলেন যে তিনি রাজ্যকে ‘মাদকমুক্ত’ করবেন সেখানে যুবসমাজ মাদকের নেশায় ডুবে যাচ্ছে। মাদক ব্যবসায়ীদের টার্গেট করে স্কুল, কলেজের ছাত্র ও তরুণ প্রজন্ম মাদকের ফাঁদে আটকে যাচ্ছে, শুধু তাই নয় সিরিঞ্জের বিনিময়ে মাদক সেবনের কারণে এইচআইভির মতো মরণব্যাধি সহজেই ছড়িয়ে পড়ছে। রাজ্য পুলিশ প্রায়ই ছোট ব্যবসায়ীদের আটক করলেও মাদকের সাম্রাজ্য পরিচালনাকারী প্রধান অপরাধীদের ধরতে ব্যর্থ হয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service