2024-12-20
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

হাতির শাবকের মৃত্যুকে ঘিরে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যকর

জনতার কলম ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- দিন ভর ভারী বৃষ্টিপাতে হঠাৎ এক হাতির শাবকের মৃত্যুকে ঘিরে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে । ঘটনা মুঙ্গিয়াকামী RD ব্লকের অধীন চামপ্লাইয়ের হারাধন দাসপাড়া সংলগ্ন গভীর জঙ্গলের পাশ্ববর্তী একটি খাল পুকুড়ে আজ শনিবার দুপুর আনুমানিক ১ টা নাগাদ । ঘটনার বিবরণে জানা যায়, আজ শনিবারেও দিন ভর ভারী বৃষ্টিপাতের পরে যখন স্থানীয় এলাকার কৃষকরা নিজ নিজ গৃহ-পালিত গবাদি পশু নিয়ে জঙ্গলের দিক থেকে বাড়িমুখী হচ্ছে তখন আচমকাই এক ব্যক্তি প্রত্যক্ষ করে জঙ্গলের পার্শ্ববর্তী পুকুরে একটি হাতির শাবকের মৃতদেহ ভাসমান অবস্থায় রয়েছে । এই খবর চাউর হতেই উক্ত এলাকায় নিমেষের মধ্যেই অসংখ্য লোক ভিড় জমাতে শুরু করে । পরবর্তীতে সঙ্গে সঙ্গেই স্থানীয়রা তেলিয়ামুড়া বন দপ্তরের নিকট খবর দেয় । খবর পেয়েই তড়িঘরি করে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তর আধিকারিকের এক বিশেষ টিম । উল্লেখ্য, এই মৃত হাতির শাবকটি যে জায়গা থেকে উদ্ধার হয়েছে ওই সব এলাকায় বন্য দাঁতাল হাতির বিচরণ কেন্দ্র ছিল বলা চলে । প্রায় নিত্যদিনই ওইসব এলাকায় বন্য দাঁতাল হাতির দল এক প্রকার ঘোরাফেরা করে এবং প্রায়ঃশই জনমানবে লোকালয়ে চলে আসে । অনুমান করা হচ্ছে মৃত হাতি শাবকটির জন্মের পরেই হয়তো কোন এক কারনে মৃত্যু হয়েছিল বা অসুস্থ হয়ে পড়েছিল । এই দিকে এই হাতির শাবকের অকাল মৃত্যুতে এক বিশাল ক্ষতি হয়েছে বলে মনে করছেন বিশিষ্ট মহল । কারণঃ এমনিতেই ত্রিপুরা রাজ্যে হাতির সংখ্যা পূর্ব থেকে তুলনামূলক খুবই নগন্য । তবে এই প্রজাতিটিকে বাঁচিয়ে রাখতে বন দপ্তর নানাবিধ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সারা বছর ধরেই । এরই মধ্যে সদ্যোজাত হাতির শাবকের মৃত্যুতে হাতির প্রজাতির বংশ বিস্তারে কিছুটা হলেও ক্ষতি ও ব্যাঘাত হবে বলে মনে করেন বন দপ্তরের বিশিষ্ট আধিকারিক গন । তবে সঠিক কি কারণে এই হাতি শাবকটির মৃত্যু ঘটেছে এই ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত হয়েও তেলিয়ামুড়া বন দপ্তরের আধিকারিক গণ কেউই কিছুই জানায় নি সংবাদ মাধ্যমের কর্মীদের । যদিও যতদূর জানা যাচ্ছে এই মৃত শাবকটির মৃত্যুর আসল কারণঃ ময়না তদন্তের পরেই জানা যাবে ।।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service