2024-12-16
agartala,tripura
অপরাধ

অগ্নিদগ্ধা গৃহবধূর মৃতদেহ উদ্ধার, ঘটনার তদন্তে পুলিশ

রাজধানীতে উদ্ধার অগ্নিদগ্ধা গৃহবধূর মৃতদেহ । ঘটনা রাজধানীর নতুননগরস্থিত কো-অপারেটিভ এলাকায় । মৃতার নাম অনিমা শীল , বয়স আনুমানিক ৪৫ বছর । ঘটনার বিবরণে জানা যায় রাজধানীর নতুননগরস্থিত কো-অপারেটিভ এলাকার এক পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয় এক অগ্নিদগ্ধা গৃহবধূর মৃতদেহ , এলাবাসীর অভিযোগ এই পরিত্যক্ত বাড়িটি সন্ধ্যার পর কিছু অবৈধ কারবারিদের আড্ডাখানায় পরিণত হয়েছে বলে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুঁটে যান এলাকার বিধায়ক ডাঃদিলীপ দাস, এন সি সি থানার এস ডি পি ও প্রিয়া মাধুরী মজুমদার, সদর মহকুমা শাসকের এক প্রতিনিধি দল। এলাকার বিধায়ক ডাঃদিলীপ দাস সদর মহকুমা শাসক অসীম দাস ও এস ডি পি ও প্রিয়া মাধুরী মজুমদারকে পরিত্যক্ত বাড়িটিকে শীঘ্রই ভেঙে ফেলার জন্য বলেছেন এবং পুলিশ মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পুলিশ মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য নিয়ে যায়, ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে পুলিশ তদন্ত চালিয়ে যাবে বলে জানা যায় । এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service