2024-12-16
agartala,tripura
অপরাধ

স্কুটি বাইসাইকেল সংঘর্ষ আহত ২

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যান দুর্ঘটনায় গুরুতর আহত দুই ব্যক্তি। সোনারাম ইন্ডাস্ট্রি বাজারের সন্নিকটে এক পথচারী ও স্কুটি চালকের মধ্যে সামনা সামনি সংঘর্ষ হয়। ঘটনায় পথচারী ৭০ বছর বয়সী রাইমোহন দেববর্মা এবং স্কুটি চালক ২৮ বছর বয়সী সজল সরকার গুরুতরভাবে আহত হয়। সজল সরকার স্কুটি মেকানিক্স তার দোকান রয়েছে পঞ্চবটি বাজারে। সে কাজের জন্য সোনারাম ইন্ডাস্ট্রি বাজার যাচ্ছিল। উল্টো দিক থেকে রাইমোহন দেববর্মা সাইকেল চালিয়ে আসছিল। ঠিক তখনই দুজনের মধ্যে সংঘর্ষ ঘটে। সানখোলা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত উভয়কেই কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। রাইমোহন দেববর্মা মাথাতে ভীষণভাবে চোট পায়। তার বাঁ কান দিয়ে রক্ত ঝরিয়ে পড়ছে। কর্তব্যরত চিকিৎসক রাইমোহন দেববর্মাকে জীবিতে রেফার করে দেয় উন্নত চিকিৎসার জন্য।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service