2024-12-16
agartala,tripura
অপরাধ

সাংবাদিককে হুমকি দিল লেডি ডন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দিন দুপুরে রাজধানীর সিটি সেন্টারে রক্তাক্ত যুবক। ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেয় লেডি ডন। খবর প্রকাশিত হলে রীতিমত দেখে নেওয়ার হুমকি দেয় ওই লেডি। রাজধানীর প্রাণকেন্দ্র সিটি সেন্টারে রক্তাক্ত এক যুবক। আবির দাস নামে ওই যুবক বর্তমানে আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন। তবে কি কারনে আবিরকে রক্তাক্ত করল ,তার কিনারা করতে পারেনি পুলিশ। কে করল রক্তাক্ত তাও দেখতে পায়নি অন্ধ পুলিশ।প্রত্যক্ষদর্শীদের মতে দুই বন্ধুর মধ্যেই কোন একটি বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি পরে মারপিট।খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় পশ্চিম আগরতলা থানার পুলিশ ও সাংবাদিকরা।চাঞ্চল্যকর ঘটনা হল চিত্র সাংবাদিকরা ছবি তুলতে গেলেই বাধা দেয় এক লেডিডন। রীতিমতো হুমকি দিয়ে বলে সাবধান খবর যেন না হয়। আসুন দেখব ওই মহিলার অঙ্গভঙ্গি ও ধমকের স্বর।এদিকে পুলিশ জানায়, শুভম নামে এক যুবক এই ঘটনা সংঘটিত করলেও পুলিশ আসার আগেই সে পালিয়ে গিয়েছে। তবে খুব শীঘ্রই পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হবে। দিন দুপুরে সিটি সেন্টারের মত গুরুত্বপূর্ণ স্থানে রক্তাক্তী ঘটনায় চক্ষু চরক গাছ হয়ে যায় প্রত্যক্ষদর্শীদের।রীতিমতো হইচই পড়ে যায় সিটি সেন্টার এলাকায়। প্রশ্ন উঠছে শহরের মোবাইল পুলিশের ভূমিকা নিয়ে। তীব্র গুঞ্জন এ ধরনের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে কেন পুলিশি প্রহরা থাকে না। সাধারণ জনতা শহরের নিরাপত্তা নিয়ে পুলিশি তৎপরতার অভিযোগ তুলেছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service