2024-09-19
agartala,tripura
অপরাধ

জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে প্রকাশ্যে দিবালোকে বেধরক মারধোর এক গৃহবধূকে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
প্রকাশ্য দিবালোকেই এবার রাস্তায় সঙ্ঘবদ্ধ আক্রমণের শিকার হলেন এক সংখ্যালঘু সম্প্রদায় গৃহবধূ। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে যেভাবে রাস্তায় একজন গৃহবধূকে বেধড়ক মারধর করা হলো তা সভ্য সমাজে অত্যন্ত কলঙ্কজনক। ঘটনা রাজধানী আগরতলা শহরতলী নন্দনগর মসজিদ পাড়া এলাকায়। আব্দুল করিম ও শাহেদ মিয়ার নেতৃত্বে ১০-১২ জন রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় এই গৃহবধূটিকে। সম্পূর্ণ চিত্র ধরা পড়ে মোবাইল ক্যামেরায়। অভিযোগ আব্দুল করিম ও শাহিদ মিয়াদের যন্ত্রণায় অতিষ্ট এলাকার নাগরিকরা। জমির দালালী থেকে শুরু করে আরো বিভিন্ন অবৈধ কাজের সাথে জড়িত তারা। রবিবার সকালে রাস্তার পাশে থাকা একটি বালির বস্তা সরানোর প্রতিবাদ করলে আব্দুল করিম ও শহীদ মিয়ার নেতৃত্বে বেশ কয়েকজন গৃহবধুর বাড়িতে আনা দিয়ে ঘর থেকে বের করে এনে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। শুধু তাই নয়, গৃহবধুর হাতে থাকা মোবাইল ও স্বর্ণালংকার পর্যন্ত ছিনিয়ে নেয় আক্রমণকারীরা। পরে কোনক্রমে তাদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে স্বামীর সহযোগিতায় আক্রান্ত গৃহবধূ দ্বারস্থ হন এনসিসি থানার। আক্রমণকারীদের নাম নাম জানিয়ে থানায় মামলা দায়ের করেন তিনি। প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে এভাবে একজন গৃহবধূকে বেধড়ক মারধর করার ঘটনায় গোটা এলাকায় ছি ছি রব উঠে। দাবি উঠছে আক্রমণকারীদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করার। এখন দেখার বিষয় অভিযোগ মূলে এনসিসি থানার পুলিশ আক্রমণকারীদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service