জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- সাত সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে এক ব্যক্তি । ঘটনা আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯ টা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন চামপ্লাই এলাকায় । জানা গেছে আত্মঘাতি মৃত ব্যক্তির নাম নন্দ লাল নমঃ দাস । বাড়ি তেলিয়ামুড়া থানাধীন চামপ্লাই এলাকায় । ঘটনার বিবরণে প্রকাশ, তেলিয়ামুড়া থানাধীন চামপ্লাই এলাকার স্থায়ী নিবাসী নন্দলাল নমঃ দাস নামে এক ব্যক্তি পারিবারিক কোন এক বিষয়কে কেন্দ্র করে বাড়ির সকলের নজর এড়িয়ে হঠাৎ বাড়ির পাশেই নির্জন একাকী জায়গায় দড়ি দিয়ে নিজ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে । তবে কিছু সময়ের ব্যবধানেই ঝুলন্ত অবস্থায় ব্যক্তির দেহ এই ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে পরিবারের অন্যান্য লোক জনদের চিৎকার চেঁচামেচিতে দৌড়ঝাঁপে ছুটে আসে স্থানীয় অন্যান্য এলাকাবাসীরা । তড়িঘরি করে ঝুলন্ত অবস্থায় এই মৃতদেহটি সকলের সহযোগিতায় নামানো হলেও ততক্ষণে আর শেষ রক্ষা হয় নি । ততক্ষণে নন্দ লাল নমঃ মৃত্যুর কোলে ঢলে পড়েন । পরবর্তীতে সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুদের । খবর পেয়েই এই দিকে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া থানার ওসি সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ বাহিনী । পরবর্তীতে পুলিশ এসে এই মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠায় । এই দিকে ময়না তদন্তের পরেই এই মৃতদেহটি তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে । তবে হঠাৎ নিজ বাড়িতে সাত সকালে সকলের অলক্ষ্যে গিয়ে নন্দ লাল নমঃ’র এই ভাবে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেওয়াকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ও রহস্যের দানা বাঁধতে শুরু করেছে । পাশাপাশি মৃত ব্যক্তির শরীরের বেশ কিছু জায়গায় রক্তের ছাপ থাকায় আদৌও কী এইটা হত্যা না আত্মহত্যা এই নিয়ে সঠিক কারনঃ উন্মোচনে রহস্যের দানা বাঁধতে শুরু করেছে পুলিশের মধ্যেও । তবে ময়না তদন্তের রিপোর্টেই আসল রহস্যের উন্মোচন হবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ।
	অপরাধ
	
সাত সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে এক ব্যক্তি
- by janatar kalam
- 2023-07-06
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	
Leave feedback about this