জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যে দিন দিন বৃদ্ধি পেয়েই চলছে নেশা কারবারিদের দৌরাত্ম্য৷ রাজ্যের পুলিশ প্রশাসনকে এ বিষয়ে অবগত করার পরও কোনো ভাবেই রুখা যাচ্ছে না নেশা সামগ্রির কারবার। প্রতিবাদ করলে দেখা দিচ্ছে প্রাণহানির আশঙ্কাও, এমনয় এক ঘটনা ঘটলো আজ রাজধানীর পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায়। জানা যায় রাজধানীর পুরাতন মোটর স্ট্যান্ড এর এক ই- রিক্সা চালক রিক্সা নিয়ে মোটর স্ট্যান্ডে ঢুকে দেখতে পায় নেশা কারবারিরা নেশার সামগ্রী নিয়ে নেশা করছে, তখন তাদেরকে এই এলাকায় নেশা করতে বাধা দেওয়ায় ই-টিক্সা শ্রমিকের উপর প্রাণঘাতী হামলা চালায় নেশা কারবারিরা। এতে গুরুতর আহত হন দুই জন শ্রমিক তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আজ থানায় অভিযোগ জানাতে আসেন ই রিক্সা শ্রমিক সংগঠনের নেতৃত্বরা। এদিনই রিক্সা শ্রমিক সংগঠনের এক কর্মকর্তা সংবাদমাধ্যমের সামনে কেন নেশা করতে বাধা দেওয়ায় আক্রমণ করা হবে? যে জায়গায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছেন সেই ডাকে সাড়া দিয়ে যখন রাজ্যের আপামর জনগণ সে দিকে ধাবিত হচ্ছে ঠিক তখন এই ন্যাক্কারজনক ঘটনা সামনে এলো। তাই এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবী রাখেন।
অপরাধ
নেশা কারবারে বাধা দেওয়ায় দুই শ্রমিকের উপর প্রাণঘাতী হামলা নেশা কারবারিদের
- by janatar kalam
- 2022-06-02
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this