2024-12-16
agartala,tripura
অপরাধ

মানুষের সমস্যা সমাধানে কাজ করছে সরকার : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মানুষের সমস্যা সমাধানের জন্যই সরকার। বর্তমান সরকার চাইছে সম্পূর্ণ মানুষের সমস্যা সমাধান হোক। কিন্তু কুচক্রীরা চাইছে সরকারটাকে রাজ্য থেকে উৎখাত করা হোক। তবে সেটা সম্ভব হবে না কুচক্রীদের কুচক্র থেকেই যাবে। বাস্তবে তা সম্ভব হবে না, বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা।
যেকোনও মানুষের সমস্যা সমাধানের জন্য সরকার সচেষ্টা রয়েছে। মানুষের সমস্যার সমাধান করাই হল সরকারের প্রধান কর্তব্য। তাই সরকারও চাইছে সাধারণ মানুষের সমস্যা যেন দ্রুত সমাধান করা যায়। তবে কোনও মানুষের সমস্যার সমাধান করতে হলে এগিয়ে আসতে হবে সবার আগে জনগণকেই। কেননা যেকোনও সমস্যার সমাধান করা তখনই সম্ভব হয় যখন মানুষ সচেতন থাকে। মানুষ এবং সরকার হাতে হাত মিলিয়ে কাজ করলেই দ্রুত রাজ্যের উন্নয়ন সম্ভব হবে। রবিবার অরবিন্দ ক্লাব আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ে সরকারটাকে কালিমালিপ্ত করার জন্য একশ্রেণীর কুচক্রীরা সক্রিয় হয়ে উঠেছে। কুচক্রীরা চাইছে সরকারটা পড়ে যাক। তবে কচক্রীদের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। বাস্তবে তা আর কখনোই রূপ পাবে না। এ দিনের শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও নিগমের কর্পোরেটর তথা সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কার্যকর্তারা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service