2024-12-19
agartala,tripura
অপরাধ

প্রমিলাদের সক্রিয়তায় গ্রেপ্তার নেশাখোর ও নেশা কারবারি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশার বিরুদ্ধে সোচ্চার হয়েছে প্রমীলা বাহিনী।নেশা বিক্রেতা ও নেশাখোরকে হাতেনাতে ধরে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিল প্রমিলারা। স্বস্তির নিঃশ্বাস ফেলছে এলাকাবাসী।শুধু ঘোষণা দিয়েই নেশার কারবারি ও নেশা খোরদের শায়েস্তা করা যাবে না। তার জন্য প্রয়োজন নেশা মুক্ত মানুষজন ও মহিলাদের সক্রিয় অংশগ্রহণ।তবেই যে কোনও এলাকা থেকে সমূলে বিনাশ করা যাবে নেশার আঁতুর ঘরকে। রবিবার সকালে রাজধানীর ধলেশ্বর কারগিল চৌমুহনী এলাকাতে এক নেশাখোর ও নেশা বিক্রেতাকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় মহিলারা। খবর দেওয়া হয় রাজধানীর পূর্ব থানায়। পুলিশ ছুটে গিয়ে নেশা কারবারি ও নেশাখোরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তবে নেশা কারবারির কাছ থেকে নেশা জাতীয় কোন দ্রব্য উদ্ধার করতে পারেনি পুলিশ। শুধুমাত্র নেশায় ব্যবহৃত কয়েকটি খালি কৌটা উদ্ধার করেছে। এদিকে মহিলাদের সক্রিয় অংশগ্রহণে নেশাখোরদের ধরতে পুলিশের সহজ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় মানুষ। অপরদিকে পুলিশকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গেই ছুটে যাওয়ায় এলাকাবাসীর সহযোগিতায় পুলিশও নেশাখোর ও নেশা কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত যে কোনও এলাকায় মহিলারা সক্রিয় হয়ে উঠলেই নেশার আতুর ঘর যে ভাঙ্গা সম্ভব হবেই সেটা হলফ করেই বলা যায়। ব্যাপক প্রচারে পয়সা নষ্ট না করে প্রমীলা বাহিনীকে মাঠে নামিয়ে দিলেই গড়ে তোলা যাবে নেশা মুক্ত ত্রিপুরা। সেটাই করে বারবার প্রমাণ দেখিয়েছে প্রমিলাবাহিনী।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service