2024-11-07
agartala,tripura
অপরাধ

মৌলবাদ ও উগ্রপন্থা রুখতে হবে, মিশ্র সফরে মুসলিম নেতার সঙ্গে গভীর আলোচনায় মোদি

জনতার কলম ওয়েবডেস্ক :- ৪ দিনের মার্কিন সফর শেষ করে এবার প্রধানমন্ত্রী এখন রয়েছেন ইজিপ্টে। কীভাবে বাণিজ্যের পরিমাণ আরও বাড়ানো যায়? কীভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করা যায়? তা নিয়ে ইজিপ্টের প্রধানমন্ত্রী মোস্তাফা মাডবাউলি এবং পিরামিডের দেশের একাধিক ক্যাবিনেট মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মিশরের গ্র্যান্ড মুফতি শাওকি ইব্রাহিম আবদেল-করিম আল্লামের সঙ্গেও দেখা করেছেন। তাঁদের আলোচনায় সাম্প্রদায়িক সম্প্রতি, উগ্রপন্থা ও মগজধোলাই সংক্রান্ত বিষয়ও উঠে এসেছে। তারইমধ্যে রবিবার মোদির ঠাসা কর্মসূচি আছে। আজ কায়রোর ঐতিহাসিক আল-হাকিম মসজিদে যাবেন মোদি।এই মসজিদ সংস্কারের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারতের দাউদি বোহরা সম্প্রদায়। যে সম্প্রদায় ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মোদি যে আল-হাকিম মসজিদে যাবেন, তা সাংস্কৃতিক এবং রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত সংশ্লিষ্ট মহলের।দু’দিনের সফরে যে ইজিপ্টে গিয়েছেন মোদি, সেই সফর কূটনৈতিকভাবেও বেশ গুরুত্বপূর্ণ। মধ্য-প্রাচ্যের দেশগুলির সঙ্গে সম্পর্ক মজবুত এবং আরব দুনিয়া ও আফ্রিকার নয়া বাজার ধরার যে লক্ষ্য নিয়েছে ভারত, সেটার ক্ষেত্রে মোদির সফর ‘গেমচেঞ্জিং’ হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের মতে।

ইজিপ্টের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের অঙ্ক ছয় বিলিয়ন ডলার ছুঁয়ে ফেলেছিল। যা ২০২১ সালের থেকে ১৩.৭ শতাংশ বেশি ছিল। গত বছর ভারতকে ১.৯ বিলিয়ন ডলার মূল্যের রফতানি করেছিল ইজিপ্ট। সেখানে ৪.১ মিলিয়ন ডলার মূল্যের পণ্য-পরিষেবা আমদানি করেছিল পিরামিডের দেশ।

সেই আবহে ইজিপ্টের প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে মোদী আলোচনা করেছেন বলে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। সাউথ ব্লকের তরফে জানানো হয়েছে, ব্যবসা-বাণিজ্য, পুনর্নবীকরণযোগ্য শক্তি, গ্রিন হাইড্রোজেন, তথ্যপ্রযুক্তি, ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম, ফার্মা এবং মুস্তাফার কথা হয়েছে। সূত্রের খবর, রবিবার তথ্যপ্রযুক্তি; কৃষি; বাণিজ্যের প্রচার; সংস্কৃতি; ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্প নিয়ে দু’দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষর হতে পারে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service