2024-12-20
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

বাংলাদেশী ও রোহিঙ্গা সহ ১১ জন আটক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাত জন বাংলাদেশি ও চারজন রোহিঙ্গা সহ মোট ১১ জনকে তিনটি গাড়ি চালক সহ আটক করেছে কদমতলা থানার পুলিশ। অবৈধভাবে কৈলাশহর এসে করিমগঞ্জ হয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল বেআইনি অনুপ্রবেশকারীরা। অসম ত্রিপুরা সীমান্তের কদমতলা থানাধীন জেরজেরি কদমতলা থানার পুলিশের নাকা পয়েন্টের সামনে আসামে প্রবেশ করার পাক মুহূর্তে কদমতলা থানার ওসি সুবীর মালাকারের নেতৃত্বে ৭বাংলাদেশি নাগরিক ও ৪জন বাংলাদেশের ক্যাম্পে থাকা রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। একই সাথে আটক করা হয়েছে তিনটি গাড়ির চালককে। তারমধ্যে সাত জন বাংলাদেশী নাগরিকরা হল রহমান আলী বয়স৩০, জন্নতারা বয়স১৯, খালেদা বেগম বয়স১৯,মাজুমা বেগম বয়স,১৭। তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের চিটাগাং। অপর তিনজন কারিমা বেগম বয়স২৮,আব্বাস হাওলাদার বয়স৩৫,আল হাফিজ বয়স১৮। তাদের বাড়ি বাংলাদেশের বরিশাল। বাকি ৪জন বাংলাদেশের ক্যাম্পে থাকা রোহিঙ্গারা হল মোহাম্মদ আলম সা বয়স২০, কুমাইরা বিবি বয়স১৮,ফরিদা বেগম বয়স ১৮,শাফেলা বেগম বয়স ১৮। তারা সকলেই দালাল মারফৎ কৈলাশহর দিয়ে ভারতে প্রবেশ করেছে। দালাল তাদের পরবর্তীতে গাড়ি করে ঊনকোটি জেলার কৈলাশহর থেকে করিমগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে তিনটি গাড়ি ভাড়া করে নিয়ে যাওয়ার সময় কদমতলা থানার পুলিশের হাতে আটক হয়। কদমতলা থানার পুলিশ সাথে আটক করে এই অবৈধ কাজে লিপ্ত থাকার জন্য কৈলাশহর ভগবান নগর এলাকার বাসিন্দা তিনটি গাড়ি চালক যথাক্রমে আব্দুল ফাত্তা খান পিতা আব্দুল ছবুর খান , ছায়াদ আলী পিতা ছএার আলী , মতছির আলি ,পিতা মনহর আলী ।জানিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক স্বীকারোক্তিতে গাড়িচালকরা জানায় সাড়ে তিন হাজার টাকার বিনিময়ে কৈলাশহর থেকে করিমগঞ্জ এর উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল তারা।অপরদিকে বাংলাদেশ থেকে আগত বাংলাদেশী নাগরিকরা জানায় নিজ দেশে কাজ ও খাদ্যের অভাবে তারা বাংলাদেশে ছেড়ে দিল্লির উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে রোহিঙ্গারা জানায় তারা ভারতবর্ষের জম্মু এর উদ্দেশ্যে যাচ্ছিল।পুলিশ আরও জানিয়েছে , বৃহস্পতিবার গভীর রাতে কৈলাসহর কোন এক সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের টাউটদের দ্বারা ভারতে প্রবেশ করেছে। পুলিশ তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বেআইনি অনুপ্রবেশ আইন অনুযায়ী বিভিন্ন ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করবে। প্রসঙ্গত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাগুলোকে কাঁটাতারের বেড়া দিয়ে বেষ্টিত করে ফেললেও বিএসএফ ও বাংলাদেশের বি জে বি র যোগসাজসে টাকার লেনদেনে গোপন সমঝোতা প্রায়ই এপার ওপার হচ্ছে দুই দেশের নাগরিকরা।প্রশাসন সংশ্লিষ্ট বিষয়গুলির উপর গুরুত্ব সহকারে নজরদারি না করলে কোন কিছুতেই বেআইনি অনুপ্রবেশ রোখা যাবে না।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service