2024-12-19
agartala,tripura
অপরাধ

বিভাসের দায়িত্ব জ্ঞানহীনতার বিরুদ্ধে সোচ্চার এলাকাবাসী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রত্যেকের ই ব্যক্তিগত সম্পত্তি বিস্তারের স্বাধীন অধিকার রয়েছে কিন্তু সেই অধিকার প্রয়োগ প্রয়োগ করার সময় অন্যান্য ব্যক্তি কিংবা এলাকাবাসীর সমস্যা বাড়িয়ে দেওয়া কি উচিত? কোন প্রকার তোয়াক্কা না করে বিগত চার থেকে পাঁচ মাস ধরে এমনই ভাবে এলাকাবাসীর সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছেন অফিসার্স কোয়ার্টার লেন এলাকার বিভাস কান্তি ভৌমিক নামক এক ব্যক্তি। এলাকাবাসীর অভিযোগ বিভাস কান্তি ভৌমিক ওনার ব্যক্তিগত সম্পত্তি বিস্তারের যে সামগ্রী তা রাস্তার মাঝেই ফেলে রেখেছেন যার ফলে অসুবিধা সম্মুখীন হচ্ছে এলাকাবাসী থেকে শুরু করে পথ চলতি মানুষজন, বলা চলে এলাকায় যদি কোন প্রকার দুর্ঘটনা কিংবা অগ্নিসংযোগের ঘটনা ঘটে তাহলে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারবে না তাছাড়া উল্লেখিত এলাকায় মাঙ্গলিক সংস্থা সংলগ্ন একটি শিশু উদ্যান রয়েছে যেখানে রয়েছে শিশুদের বিনোদন সামগ্রী কিন্তু বিভাস কান্তি ভৌমিক সেখানে ওনার ব্যক্তিগত সম্পত্তি বিস্তারে সামগ্রী ফেলে রাখায় এলাকার শিশুরা সেই বিনোদন সামগ্রী গুলি উপভোগ করতে পারছে না। এলাকাবাসীর বারংবার বলার পরেও সেই ব্যক্তি কোন প্রকার তোয়াক্কা না করে নিজ মর্জি মারফত দিনের পর দিন ফেলে রেখেছেন সেই সামগ্রীগুলি সুবিধা কিংবা অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে উনার কোন দৃষ্টি নেই, বলা বাহুল্য শাসকদলের কর্মী-সমর্থক হবার ফলে কি ওনার এই দায়িত্বহীনতা মনোভাব বলে প্রশ্ন শুভবুদ্ধি সম্পন্ন মানুষের।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service