2024-12-18
agartala,tripura
অপরাধ

বোধিসত্ত্ব হত্যা মামলায় দোষী চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী শহরের চাঞ্চল্যকর বোধিসত্ব দাস হত্যা মামলায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করলো আদালত।শনিবার সংশ্লিষ্টদের সাজা ঘোষণা করা হবে। বোধিসত্ত্ব হত্যা মামলায় দোষী চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। সেই সাথে ৫০ হাজার টাকা করে জরিমানা। অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।এই মামলায় অভিযুক্ত রাজ্য পুলিশের প্রাক্তন ট্রাফিক ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস, শোয়েব মিয়া ওরফে ওমর শরীফ ,বাপি বণিক বাপি এবং সুমিত চৌধুরী ওরফে বাবাই কে শুক্রবার জেলা দায়রা আদালতের তোলা হয়। দীর্ঘ শুনানির পর আদালত অভিযুক্ত সংশ্লিষ্টদের দোষী সাব্যস্ত করে শনিবার সাজা ঘোষণা করে। উল্লেখ্য যে 2019 সালে ৩ আগস্ট রাতে শহরের জ্যাকসন গেইট এলাকায় নৃশংসভাবে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মারা হয় ইউকো ব্যাংকের ধর্মনগর ব্রাঞ্চের ম্যানেজার বোধিসত্ত্ব দাসকে ।গুরুতর আহত বুদ্ধিশুদ্ধকে কলকাতায় স্থানান্তরিত করা হয় এবং কিছুদিনের মধ্যেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বোধিসত্ব দাসের। শনিবার এই চাঞ্চল্যকর হত্যা মামলায় সংশ্লিষ্টদের দোষি সাব্যস্ত করার বিষয়টি জানান সরকারি স্পেশাল পিপি সম্রাট কর ভৌমিক।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service