জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাতের আগরতলায় বাড়ানো হয়েছে পুলিশি টহল। বিশেষ করে মদ-মত্ত অবস্থায় বাইক গাড়ি নিয়ে যারা ঘোরাফেরা করছে তাদেরকেই আটক করছে পুলিশ। কেননা মদমত্ত অবস্থায় বাইক গাড়ি চালানোর ফলে দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে দুর্ঘটনার সংখ্যা। অধিকাংশ সময়েই বেঘুরে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। এ জাতীয় দুর্ঘটনার রুখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সদর এসপি কিরণ কুমার। শুক্রবার রাতে এসপি কিরণ কুমারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বাইক নিয়ে বের হয় শহর টহলদারিতে। আটক করেছে বেশ কিছু গাড়ী ও চালকদের। উদ্ধার করেছে বিভিন্ন নেশা সামগ্রী। জানিয়েছেন কিরন কুমার।
অপরাধ
রাতের রাজধানীতে কিরণ কুমারের করিশমা
- by janatar kalam
- 2023-06-03
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this