2024-12-21
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

এনসিসি, র বার্ষিক প্রশিক্ষণ শিবির শুরু

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-.. ত্রিপুরার ছেলেদের ড্রাগসের করালগ্রাস সম্পর্কে সচেতন করে তোলা ও তামাক জাত দ্রব্য সেবনের কুফল সম্পর্কে সচেতন করা এবং আইএএস, আইপিএস , সেন্ট্রাল ফৌজ, আর্মি নেভিতে যোগ দেওয়া সম্পর্কে মানসিকতা গড়ে তোলা সহ সাইবার ক্রাইম থেকে মুক্ত করার উদ্দেশ্যে বিশেষ শিবির আয়োজন করেছে ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি। মঙ্গলবার থেকে রাজধানীর এনআরসিসিতেশুরু হয়েছে দশ দিনব্যাপী ২০২৩-২৪ সালের বার্ষিক ট্রেনিং ক্যাম্প। ক্যাম্পে রাজ্যের ৩২ টি সরকারি বেসরকারি স্কুল থেকে মোট ৪০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। জানিয়েছেন কর্নেল এম এ রাজমানাহার।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service