জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-বনদস্যুদের আখরায় পরিনত হয়েছে বিশালগর । ফের চরিলাম দপ্তরের কর্মীদের হাতে উদ্ধার কাঠের স্ মেইল। মঙ্গলবার দুপুর নাগাদ চরিলাম বন্দপ্তরের কাছে খবর আসে , প্রভুরামপুর এলাকায় একটি বাঁশ ঝাড়ের নীচে একটি স মেইল লুকিয়ে রেখেছে বনদস্যুরা । মূলত এই স মেইলটি ব্যবহারের মাধ্যমে বনদস্যুরা কাঠ চেড়াই করে বে আইনিভাবে চোরাইপথে তা পাচার করে । খবরের সঙ্গে সঙ্গেই বন্দপ্তরের আধিকারীর ও কর্মীরা নির্দিষ্ট জায়গায় তল্লাশি চালিয়ে স মেইলটি বাজেয়াপ্ত করে । তবে কাউকে আটক করতে সক্ষম হয়নি বলে জানিয়েছে চরিলাম বন্দপ্তরের জনৈক আধিকারিক ।
অপরাধ
বনদপ্তরের কর্মীদের হাতে উদ্ধার কাঠের স্ মেইল
- by janatar kalam
- 2023-05-30
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this