জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- পুলিশের হাতে সাংবাদিক নিগ্রহ৷ জানা যায় গতকাল রাতে কলেজটিলা ফারির ওসি অরিন্দম রায় এক সাংবাদিক নিতাই দে সাথে দুর্ব্যবহার করেন রাধানগর পেট্রোল পাম্পে। তারপর সাংবাদিক নিতাই দে কে পূর্ব থানায় নিয়ে আসে। পাশাপাশি গতকাল রাতে সাংবাদিক নিতাই দে কে প্রচন্ডভাবে মারধর করে লকাপের ভেতরে এবং শারীরিকভাবে হেনস্থাও করা হয় বলে অভিযোগ। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবীতে আগরতলা প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিকরা পূর্ব থানা ঘেরাও করে, পরে পুলিশ হেডকোয়ার্টারের সামনে ধর্নায় বসেন। এদিন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার বলেন কোন কারন ছাড়াই সাংবাদিক নিতাই দে কে হেনস্তা করে কলেজ টিলা ফাঁড়ির ওসি, তাই ওসি অরিন্দম রায়কে বরখাস্ত করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বলে জানান তাছাড়া পুলিশ হেডকোয়ার্টার এর আধিকারিকরা ওসি অরিন্দম রায়কে আগামী 24 ঘন্টার মধ্যে বরখাস্ত করবেন বলে আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।
অপরাধ
পুলিশের হাতে হেনস্তা সাংবাদিক,,বরখাস্তের আশ্বাস পুলিস আধিকারিকের
- by janatar kalam
- 2022-05-18
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this