2024-12-19
agartala,tripura
অপরাধ

ধরা পড়ল চাকরি দেওয়ার নামে দুই প্রতারক ঘটনা রাজধানীর ভগৎ সিং যুব আবাসে

চাকরি প্রতারকের কেলেংকারীতে ধরা পড়ল পিটু দেবনাথ ও সুলতানা বেগম নামে CREW AVIATION SERVICE INDIA PVT LTD নামক সংস্থায় কর্মরত দুজন কর্মীকে। ঘটনা সূত্রে জানা যাই যে রাজধানীর এস ডি এম অফিসের সামনে থেকে CREW AVIATION SERVICE INDIA PVT LTD এই সংস্থার চাকরির ফর্ম বিক্রি হচ্ছিল, সেখান থেকেই ফর্ম নিয়েই জৈনক কিছু যুবক যুবতী চাকরির জন্য আবেদন করেন। বৃহস্পতিবার ভগৎসিং যুব আবাসে এই চাকরির পরীক্ষা দিতে গিয়ে কিছু পরীক্ষাথীর তাদের উপর সন্দেহ হয় এবং খবর দেওয়া হয় এন সি সি থানায়,পুলিশ এসে তাদেরকে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় নিয়ে গিয়ে জিজ্ঞেসাবাদ চালায়। তবে এই ঘটনায় বেকারদের মধ্যে তীব্র চাঞ্চল্য দেখা দেয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service