স্ত্রী কন্যাকে সুখে শান্তিতে রাখার জন্য সুদূর সৌদি আরবে পাড়ি দিয়েছিল স্বামী। তিন বছর পর বাড়িতে ফিরে এসে দেখে ঘর ফাঁকা আসবাবপত্র সোনাদানা, প্রয়োজনীয় কাগজপত্র কিছুই নেই।সুখের ঘরটি পড়ে রয়েছে একটি পরিত্যক্ত ডেরা হয়ে। ঘটনা রাজধানীর জয়পুর এলাকায়। কপালে হাত স্বামী সমীর মিয়ার। তিন বছর ধরে মাসে ২০ থেকে ২২ হাজার টাকা করে স্ত্রী ও কন্যার জন্য পাঠাত সমীর। জানতো না এই টাকায় সমীরের সুন্দরী স্ত্রী সাবিনা মজে আছে পরকিয়ায়। ২০২১ সালে সপ্তম শ্রেণীতে পড়ুয়া একমাত্র কন্যা সন্তানকে নিয়ে পরকীয়ায় পাগল হয়ে ঘর ছেড়েছিল। সে সময় তুলসীবতী স্কুলে সপ্তম শ্রেণীতে পড়তো একমাত্র কন্যা সন্তান। আজ সর্বস্ব খুইয়েএকা একি নিঃস্ব হয়ে কপাল হাতাচ্ছে সমীর।
অপরাধ
পরকিয়ায় সুখের ঘর ছেড়ে পালালো স্ত্রী
- by janatar kalam
- 2023-05-27
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this