জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দিদার সামান্য বকুনিতে গলায় দড়ি দিল এক যুবতী । মৃত যুবতীর নাম রুপা সাহা । ঘটনা গৌতম নগর এলাকায়। ঘটনার বিবরণে এক প্রতিবেশি জানান , খাওয়া দাওয়া নিয়ে সামান্য বকাবকি করেছিলেন তার দিদা ,এই অভিমানের জেরেই সোমবার রাতে নিজ ঘরেই ফাঁসিতে আত্মহত্যা করে রুপা । পরবর্তী সময় ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে বাড়ির লোকেরা ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনায় শোকের ছায়া বিরাজ করছে গোটা এলাকায়।
অপরাধ
দিদার বকুনিতে আত্মহত্যা যুবতীর
- by janatar kalam
- 2023-05-16
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this