জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসছে বৃষ্টির মরশুম । শহর আগতলার বিভিন্ন এলাকায় যাতে বৃষ্টির জল না জমে তার জন্য কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে বা কি কি সমস্যা রয়েছে ? এ সংক্রান্ত বিষয় নিয়ে এক বৈঠকের আয়োজন করা আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে । এদিন বৈঠকে পৌরহিত্য করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত , আগরতলা পুর নিগম কমিশনার সহ কর্পোরেটর্স এবং প্রশাসনিক আধিকারিকরা । বৈঠকে শহরের উন্ননয়ের স্বার্থে কিছু সিন্ধান্ত গৃহীত হবে বলে জানান মেয়র দীপক মজুমদার ।
অপরাধ
নিগমে গুরুত্বপূর্ণ বৈঠক মেয়রের উপস্থিতিতে
- by janatar kalam
- 2023-05-15
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this