2024-12-21
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

গ্রেপ্তার বাইক চুরির মাস্টারমাইন্ড

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গ্রেপ্তার করা হয়েছে বাইক চুরির এক মাস্টার মাইন্ডকে । বাইক চুরির অভিযোগের মামলার তদন্তক্রমেই কড়ুইমড়া বাজার থেকে বিশালগড় থানার পুলিশ বাইক চুরির মুল মাস্টার মাইন্ড আরিফ খানকে গ্রেফতার করতে সক্ষম হয় । জানা যায় গত ১৬ মার্চ বিশালগড় নিউমার্কেট থেকে একটি বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল ।বাইক মালিক সেদিনই বিশালগড় থানায় একটি মামলা দায়ের করেছিল | পুলিশ এদিনই প্রথমে বাইক সহ জামাল হোসেন নামে এক চোরকে আটক করেছে ।পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আটক করতে সক্ষম মাসুম ইলিয়াস, রাকেশ খান নামে আরও দুই চোরকে । পরে তদন্তক্রমে বাইক চোরের মূল পান্ডা সুজিত মোদক-কে ২৪মার্চ বিশ্রামগঞ্জ থেকে বাইক সহ গ্রেপ্তার করা হয়এবং অপর পাণ্ডা আরিফ খানকে রবিবার গোপন খবরের ভিত্তিতে বিশালগড় কড়ুইমুড়া বাজার এলাকা থেকে আটক করেছে পুলিশ ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service