জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গন ধর্ষণকাণ্ডে গ্রেপ্তার আরও এক জন,উদ্ধার নগদ ৯০ লক্ষ টাকা সহ ধর্ষণকাণ্ডে ব্যবহৃত গাড়িটি। ধর্ষণকান্ডের আটক অভিযুক্ত গৌতম শর্মাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আরও দুটি নাম ।একজন হলেন সুদীপ ছেত্রী ও অপরজন প্রসেঞ্জিত পাল । তাদের দুজনের বাড়িই মহেশখলা এলাকায় বলে জানা গেছে । অন্যদিকে পুলিশ সুনীল ছেত্রীকে আটক করলেও, প্রসেনজিৎ পালকে এখনো আটক করতে পারেনি । তবে তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ৯০ লক্ষ টাকা, সেই সঙ্গে ধর্ষণ কাণ্ডে ব্যবহৃত গাড়িটিকেও পুলিশ উদ্ধার করতে সক্ষম হয় ।
অপরাধ
গনধর্ষণ কাণ্ডে ব্যবহৃত গাড়ি সহ ৯০ লক্ষ টাকা উদ্ধার, অভিযুক্ত দুই পলাতক
- by janatar kalam
- 2023-05-11
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this