2024-12-18
agartala,tripura
অপরাধ

কল্যাণপুরে ধর্ষণ মামলায় দুই সন্তানের পিতা পুলিশের জালে

জনতার কলম ত্রিপুরা ,কল্যাণপুর প্রতিনিধি:-
কল্যাণপুরে চাঞ্চল্যকর ধর্ষন মামলায় পুলিশের জালে দুই সন্তানের জনক। নাবালিকা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত ধর্ষক পুলিশের হাতে ধৃত। ঘটনা কল্যাণপুর থানাধীন তুলাবাড়ি এলাকাতে।
জানা গেছে ধৃত ব্যাক্তি দুই সন্তানের জনক। চাঞ্চল্যকর এই ঘটনয় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে গুটা তুলাবাড়ি গ্রামে ।
ঘটনার বিবরণে প্রকাশ পরিমল দেববর্মা(৪০), পিতা-মৃত হাজারি দেববর্মা স্থানীয় এক নাবালিকা মেয়েকে বলপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। পরবর্তী সময়ে এই ঘটনা কাউকে জানালে ভয়াবহ পরিণতি হবে সেই হুমকিও প্রদান করে। এরপর এই ঘটনার পরিপ্রক্ষিতে কল্যাণপুর থানায় ২৬ এপ্রিল মামলা হলে পুলিশ অভিযুক্তকে সন্ধান করে চললেও সে পলাতক ছিল।অবশেষে গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে আটক করে খোয়াই আদালতে প্রেরণ করে। ধর্ষণের মামলা রুজু হওয়ার পর যথেষ্ট তৎপরতার সাথে পুলিশ অভিযুক্ত ধর্ষককে জালে তুলায় গোটা এলাকা জুড়ে সন্তুষ্টি বিরাজ করছে। উল্লেখ্য অভিযুক্ত ধর্ষকের আসল বাড়ি অন্যত্র হলেও সংশ্লিষ্ট এলাকায় ঘর জামাই হিসেবে থাকতো দীর্ঘদিন ধরেই। মামলার নম্বর হচ্ছে ১৮/২০২২, Under Section ৩৪২/৩৭৬(২)(i)(n) IPC এবং পকসো আইনের 2012 এর ৪ নং ধারায় মামলা নিয়েছে পুলিশ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service