জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বিভিন্ন এলাকায় এখনো চলছে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা। মঙ্গলবার রাতে আগরতলা শহরতলী পূর্ব চাঁনমারি এলাকায় আবারো দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হলেন বিরোধী সিপিআইএম সমর্থক এক পরিবার। ঘটনার বিবরণে জানা যায়, এই এলাকার বাসিন্দা বিশ্বজিৎ লোধের বাড়িতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে বেশ কয়েকবার আক্রমণ চালায় দুষ্কৃতিকারীরা। এমনকি বোমা নিক্ষেপ পর্যন্ত করা হয়। মঙ্গলবার রাতে এলাকারই বেশ কয়েকজন দুষ্কৃতিকারী তাদের দুটি দোকান ভেঙে চুরমার করে দেয়। একসময় দুষ্কৃতিকারীরা বাড়িতে প্রবেশ করার চেষ্টা করলেও সক্ষম হয়নি। নির্বাচনের ফলাফল ঘোষণা হবার পর একের পর এক এই সন্ত্রাসের ঘটনার প্রতিবাদ জানিয়ে পরিবারের সদস্যরা বুধবার সকালে ব্যস্ততম সড়কের পাশে খোলা ময়দানে গণ অবস্থানে বসলেন। তাদের একটাই দাবি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে নির্বিঘ্নে বসবাস করার সুযোগ দেওয়া। বিষয়টি মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে নিয়ে যেতেই গোটা পরিবারটির এই গণ অবস্থানে শামিল। রাজনৈতিক সন্ত্রাসে আক্রান্ত হয়ে পরিবারের সদস্যরা তীব্র দাবদাহের মধ্যে গন অবস্থানে সামিল হওয়াকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি।
অপরাধ
পথে বসলো দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হয়ে সিপিআইএম সমর্থক এক পরিবার
- by janatar kalam
- 2023-04-12
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this