2024-12-14
agartala,tripura
অপরাধ

গাঁজা ইয়াবা এস্ কফ এবং ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ

জনতার কলম ত্রিপুরা, সোনামুড়া প্রতিনিধি :- গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে বিপুল পরিমাণ গাঁজা ইয়াবা এস্ কফ এবং ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ বিএসএফ সিআরপিএফ এবং টিএসআর যৌথবাহিনী। ঘটনা সোনামুড়া থানাধীন রাঙ্গামাটিয়া ভোলা মোড়া এলাকায়। অভিযানে নেমে মিরু মইসান এবং ফরিদ মইসান এর বাড়িতে দুটি স্থান থেকে প্রায় ৪৫০কেজি শুকনো গাজা ভর্তি ড্রাম উদ্ধার করতে সক্ষম হয় অভিযানকারী দল। এবং ওই এলাকায় পরিত্যক্ত জঙ্গল থেকে প্রায় ১৬ হাজার ইয়াবা হেরোইন ২০০ভায়েল প্রায় দেড় গ্রাম এবং এসকাপ ৪৭৪ বোতল উদ্ধার করতে সক্ষম হয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service