2024-11-25
agartala,tripura
অপরাধ

দুষ্কৃতিকারীদের আক্রমণে রক্তাক্ত যুবক বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুষ্কৃতিকারীদের আক্রমণে নতুন করে আক্রান্ত হলেন আরো এক যুবক। এবারের ঘটনা রাজধানী আগরতলার দক্ষিণ রামনগর এলাকায়। বিরোধী সিপিআইএম দল করার জন্য কিছু দুষ্কৃতিকারীদের বেধড়ক মারধরে এবার গুরুতর আহত হলেন আব্দুল করিম নামে এক সিপিআইএম কর্মী। দুষ্কৃতিকারীদের আক্রমণে রক্তাক্ত যুবক বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায় নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই আক্রমণের ভয়ে সিপিআইএম কর্মী আব্দুল করিম বাংলাদেশে চলে যায়। সেখানে কিছুদিন থাকার পর এলাকার পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার খবর পেয়ে করিম যথারীতি নিজ বাড়িতে ফিরে আসে। করিমের অনুপস্থিতিতে তার স্ত্রীর কাছে দুষ্কৃতিকারীরা ৪০ হাজার টাকাও দাবি করে। নতুবা নেশা সামগ্রী দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। কিন্তু টাকা জোগাড় করতে খানিকটা সময় নেয়। বিষয়টি সহ্য হয়নি এলাকারই কিছু দুষ্কৃতিকারীর। তাই দুষ্কৃতিকারীরা মঙ্গলবার সকালে আব্দুল করিমের বাড়িতে গিয়ে তাকে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হয়ে পড়েন আব্দুল। পরে এলাকাবাসীদের সহযোগিতায় আব্দুলের স্ত্রী তার স্বামীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। এদিকে দলীয় কর্মী নিজ বাড়িতে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান এলাকার প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস। প্রকাশ্য দিবালোকে নিজ বাড়িতে দুর্বৃত্তদের হাতে আব্দুল করিম আক্রান্ত হওয়ার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service