2024-12-19
agartala,tripura
অপরাধ

বামপন্থী দুই ছাত্র সংগঠন ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা সংক্রান্ত দাবি নিয়ে দ্বারস্থ হলেন রাজ্য পুলিশের মহা নির্দেশকের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচনোত্তর সন্ত্রাস থেকে রেহাই পাচ্ছে না স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরাও। ইতিমধ্যেই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। একই সাথে স্কুল কলেজ গুলিতেও চলছে পরীক্ষা। এরকম পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন এলাকায় যেভাবে দুর্বৃত্তরা সন্ত্রাস কায়েম করে চলেছে তাতে করে উদ্বিগ্ন পরীক্ষার্থীরা। শুধু তাই নয় পরীক্ষা দিতে গিয়েও ছাত্র-ছাত্রীরা দুর্বৃত্তদের হাতে আক্রান্তের শিকার হচ্ছে। বক্সনগর এলাকায় স্কুল চত্বরে বোমা কান্ডের ঘটনা খুবই উদ্বেগ জনক। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে এবার সোচ্চার হল বামপন্থী দুই ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন ও উপজাতি ছাত্র ইউনিয়ন। এই দুই সংগঠনের এক প্রতিনিধি দল ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা সংক্রান্ত দাবি নিয়ে বৃহস্পতিবার দ্বারস্থ হলেন রাজ্য পুলিশের মহা নির্দেশকের। রাজ্য সম্পাদক সন্দীপন দেবের নেতৃত্বে পাঁচজনের এক প্রতিনিধি দল এ দিন মহা নির্দেশকের সাথে দেখা করে রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরে দাবি জানান পরীক্ষা কেন্দ্রগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রদানের। পাশাপাশি আরও দাবি জানান সন্ত্রাসমূলক ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service