জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অসচেতন ব্যবসায়ীদের কারণে দূষিত হয়ে চলেছে খোয়াই নদীর জল। দাবি উঠছে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের। জনাকয়েক অসচেতন ব্যবসায়ীর কারনে দূষিত হচ্ছে খোয়াই নদীর জল। প্রয়োজনীয় সুবিধা থাকা সত্তেও ব্যাবহার করছেনা ডাস্টবিন। ফলে একদিকে যেমন বাজারে যত্রতত্র ময়লা আবর্জনা জমছে, অন্যদিকে আবর্জনা গুলো খোয়াই নদীতে পরে জল দূষিত হচ্ছে দিনকে দিন। তেলিয়ামুড়া শহরের মাছ এবং মাংস ব্যবসায়ীদের বর্জ পদার্থ ও অবর্জনা গুলো বাজারের নির্দিষ্ট ডাস্টবিনে রাখার কথা। ডাস্টবিন থেকে তেলিয়ামুড়া পুর পরিষদের দ্বারা সেই আবর্জনা গুলো সংগ্রহ করে নিয়ে যাওয়ার ব্যবস্থাও রয়েছে। ফলে একদিকে যেমন বাজার পরিষ্কার থাকে অন্যদিকে পরিবেশও ভালো থাকে। কিন্তু সমস্ত রকমের সুবিধা থাকার পরও কিছুসংখ্যক ব্যবসায়ী আবর্জনা গুলো ডাস্টবিনে না ফেলে যত্রতত্র ফেলে রাখছে। তাছাড়াও মাছ এবং মাংস ব্যবসায়ীদের মধ্যে একটা অংশ তাদের ব্যবসায়ীক বর্জ পদার্থ এবং আবর্জনা গুলো খোয়াই নদীতে ফেলে দিচ্ছেন। এতে করে একদিকে যেমন দূর্গন্ধ ছরাচ্ছে অন্যদিকে খোয়াই নদীর জলও দূষিত হচ্ছে।এদিন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার’বলেন, বিষয়টি তাদের গোচরেও রয়েছে। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। চেয়ারম্যান আরও জানান , তেলিয়ামুড়া ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় ডাস্টবিন, কালবার্ট ড্রেন, পাবলিক টয়লেট এর সব গুলো করে দেওয়া হয়েছে। এছাড়াও ব্যবসায়ীদের দাবি অনুযায়ী যা,যা করার সমস্ত সুবিধা করে দেওয়া হয়েছে। তথাপি কিছু সংখ্যায় অসচেতন ব্যবসায়ী এই কাজ গুলো করে যাচ্ছেন। এর জন্য উনি ব্যবসায়ীদের সংগে কথা বলবেন এবং একটি সচেতনতা মুলক প্রচারের ব্যবস্থা করবেন। বর্তমান পরিস্থিতিতে নাগরিক সচেতনতার মাধ্যমেই বাঁচানোর সম্ভব হবে খোয়াই নদীকে। অথবা অচিরেই আবর্জনার স্তুপে পরিণত হবে নদীগর্ভ।
অপরাধ
দূষিত হচ্ছে খোয়াই নদীর জল দাবি উঠছে প্রতিকারের
- by janatar kalam
- 2023-03-14
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this