2024-12-19
agartala,tripura
অপরাধ

গুলিবিদ্ধ হয়ে মৃত্যু টিএসআরের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
অস্থায়ী ক্যাম্পে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক টিএস আর জওয়ানের। ঘটনা বিশালগড় মহকুমায় , গভীর শোকের ছায়া এক নং টিএসআর ব্যাটেলিয়নে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক টি এস আর জওয়ানের। হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে জোড় গুঞ্জন। গুলিবিদ্ধ টিএসআর জওয়ানের পাশে পড়ে থাকতে দেখা যায় একটি রাইফেল। তবে প্রত্যক্ষদশিরা জানায় রাইফেল থেকে খোলা অবস্থায় ছিল ম্যাগজিন। ম্যাগ্জিন খোলা রাইফেল থেকে কিভাবে গুলি ছুড়ে গেল , এ নিয়েও প্রশ্ন জাগছে অনেকের মনে। ঘটনা বিশালগড় টাউন গার্লস স্কুলে। শুক্রবার সকালে নিজ ডিউটি পালন করে টাউন গার্লস স্কুলস্থিত অস্থায়ী ক্যাম্পে ফিরে হাফপ্যান্ট গেঞ্জিগায়ে নিজের রাইফেল থেকেই আত্মঘাতী হয়েছে বলে অনুমান করছে সহকর্মীরা। তবে এ নিয়ে স্পষ্ট কোনও বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে এসে ফায়ার ব্রিগেড কর্মীরা রক্তাক্ত দেহটি উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় মহাকুমা হাসপাতালে। এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে এসেছেন বিশালগড় থানার এসডিপিও রাহুল দাস, ইন্সপেক্টর সুমন উল্লা কাজী সহ বিশাল পুলিশ বাহিনী। জানা যায় নিহত টিএসআর জওয়ানের বাড়ি মেলাঘর গরুরবান এলাকায়।সে টিএসআর ১ নং ব্যাটেলিয়নের জওয়ান ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে ক্যাম্পে থাকা অন্যান্য সহকর্মীদের মধ্যে।ধারণা করা হচ্ছে ময়না তদন্তের পরেই জানা যাবে আসল রহস্য।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service