2024-12-20
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

রেলের ধাক্কায় গুরুতর আহত এক প্রবীণ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী আগরতলা শহরতলী ইছা বাজার রেল ব্রিজ সংলগ্ন এলাকায় রেলের ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি। শনিবার সকালে রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় এক মাঝ বয়সি ব্যক্তি পড়ে থাকতে দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেয় দমকল বাহিনীর কর্মীদের। রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি পড়ে থাকার খবর পেয়ে দ্রুত দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন এই ব্যক্তি। জানা যায় কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসের ধাক্কাতেই তিনি জখম হন। আহত ব্যক্তির নাম সুজিত চক্রবর্তী। বয়স ৬৪ বছর। পেশায় একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। বাড়ি আগরতলা মিলন সংঘ এলাকায়। সকালে প্রাতঃভ্রমনে বের হয়ে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজতে বের হয়ে জানতে পারেন যে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সুজিত চক্রবর্তী। সঙ্গে সঙ্গেই তারা ছুটে যান জিবিতে। তবে কিভাবে এই ঘটনা ঘটলো, কিভাবেই বা তিনি বাড়ি থেকে অনেকটা দূরে ইছা বাজার ব্রিজ এলাকায় গেলেন, সে বিষয়ে কিছুই জানাতে পারেননি পরিবারের লোকজন। রেলের ধাক্কায় এক প্রবীণ গুরুতর আহত হওয়ার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service