2024-12-16
agartala,tripura
অপরাধ

চাইল্ড লাইনের তৎপরতায় উদ্ধার শিশু শ্রমিক

শিশুশ্রম বন্ধে প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করলেও এখনো শিশু শ্রমের মত সামাজিক অবক্ষয়ের চিত্র প্রায়ই প্রকাশ্যে আসছে । প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একদিকে যেমন স্কুলে স্কুলে চলছে প্রস্তুতি, স্কুলের ছাত্রছাত্রী শিশুরা নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া দিচ্ছে, তেমনি অন্যদিকে নানা জায়গায় খুদে হাতগুলি কাজের ভারে নিমজ্জিত ।
তাদের কাছে ২৬শে জানুয়ারি আর বাকি অন্যান্য দিন সবটাই একই রকম । এই নিদারুন দৃশ চোখে পড়ল বর্ডার গোলচক্করের একটি অটোমোবাইলের দোকানে । একটি শিশু ভারী যন্ত্রপাতি দিয়ে টম টম সারায়ের কাজ করছে । এই খবর চাইল্ড লাইনে পৌঁছতেই চাইল্ড লাইনের কাউন্সিলার সুতপা হোম রায় খবর দেন শিশু অধিকার সুরক্ষা কমিশনে । খবর পেয়ে শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নীলিমা ঘোষ পৌঁছে যান দোকানটিতে । সেখান থেকে উদ্ধার করেন শিশুটিকে । চাইল্ড লাইনের কাউন্সিলার সুতপা হোম রায় জানান ছেলেটির বাড়ি কুমারঘাট । ছেলেটির মেসোমশাই তাকে এই কাজে নিযুক্ত করেছে । আপাতত ছেলেটিকে চাইল্ড হোমে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service