2024-12-15
agartala,tripura
অপরাধ

বিজেপির দলীয় কার্যালয়ে কংগ্রেসি দুষ্কৃতিকারীর দ্বারা ভাঙচুর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভোটের গণনা শেষ হতেই রাজ্যের বিভিন্ন এলাকায় একটা অশান্তির পরিবেশ কায়েম করতে সক্রিয় হয়ে উঠেছে কিছু দুষ্কৃতিকারী। রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের উপর শারীরিক ও মানসিক আক্রমণের পাশাপাশি চলছে বাড়িঘরে হামলা হুজ্জুতির ঘটনা। আর এতে করে যেন সাধারন মানুষ এখন অনেকটাই আতঙ্কগ্রস্ত। শুধু কর্মী সমর্থকদের উপর শারীরিক ও মানসিক আক্রমণই নয়, দুর্বৃত্তকারীরা আক্রমণ সংঘটিত করছে দলীয় কার্যালয় গুলিতেও। এবার এমনটাই দেখা গেল ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইন্দ্রনগর কালিবাড়ি এলাকায়। শুক্রবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে তাণ্ডব চালায় শাসক দল বিজেপির ৩৭ নম্বর বুথ অফিসে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় নির্বাচনী এই কার্যালয় টি। শুধু তাই নয় এলাকায় ভীতির পরিবেশ তৈরি করতে দুষ্কৃতিকারীরা বোমা নিক্ষেপ পর্যন্ত করে বলে অভিযোগ। শনিবার সকালে বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে ক্ষোভে ফেটে পড়েন শাসক দলের স্থানীয় কর্মী সমর্থকরা। ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে ক্ষুব্ধ কর্মীরা এদিন সাত সকালে রাস্তা অবরোধে সামিল হন। দলীয় কার্যালয়ে আক্রমণ এবং কর্মীদের রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এই বিধানসভা কেন্দ্রের পরাজিত প্রার্থী পাপিয়া দত্ত। ঘটনার খবর পেয়ে ছুটে যান বিশাল পুলিশও। বেশ কিছু সময় অবরোধ চলার পর পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে রাস্তা অবরোধ মুক্ত করেন বিজেপি কর্মীরা। দলীয় বুথ অফিস আক্রান্ত হওয়ার ঘটনার জন্য এদিন সরাসরি বিরোধী বাম কংগ্রেসকেই দায়ী করলেন পাপিয়া দেবী।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service