2024-11-25
agartala,tripura
অপরাধ

বহির রাজ্যে পাচার কালে পুলিশ উদ্ধার করে প্রচুর পরিমাণ প্যাকেটজাত গাঁজা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুলিশের চোখে ধুলো দিয়ে বহির রাজ্যে নেশা সামগ্রী পাচার অব্যাহত রাখল নেশা কারবারিরা। রাজ্যের মাটিতে উৎপাদিত নেশা সামগ্রী গাঁজা প্রতিনিয়তই পাচার হচ্ছে বহির রাজ্যে। পুলিশ যেন কিছুতেই এই গাঁজা পাচার কিংবা চাষ প্রতিরোধ করতে পারছে না। পুলিশকে চ্যালেঞ্জ জানিয়েই বিভিন্ন এলাকায় অবাধে চলছে গাজার চাষ। আর এই গাঁজা প্রতিনিয়ত পাচার হচ্ছে বহির রাজ্যে। তবে এক্ষেত্রে পুলিশের সাফল্য যে একেবারেই নেই এমনটা নয়। মাঝেমধ্যে অভিযানে নেমে দারুন সাফল্য দেখাতে সক্ষম হচ্ছে পুলিশ। তার নজির আরো একবার প্রত্যক্ষ করা গেল বুধবার সাত সকালে। এদিন বহির রাজ্যে পাচার কালে আসাম আগরতলা জাতীয় সড়কের গঙ্গানগর এলাকায় গঙ্গানগর থানার পুলিশ উদ্ধার করে প্রচুর পরিমাণ প্যাকেটজাত গাঁজা। অন্যান্য দিনের মতো এদিনও পুলিশ জাতীয় সড়কে রুটিন মাছের তল্লাশি অভিযানে নামে। আর এই অভিযান কালেই পুলিশের সন্দেহ হয় একটি লরির উপর। তখন থানার পুলিশ লরিটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে প্রচুর সংখ্যক শুকনো গাঁজার প্যাকেট। যার পরিমাণ ১০৭৭ কেজি। তবে গাড়িতে তল্লাশি চলাকালীন সময়ে আচমকা গাড়ির চালক নিরাপদে গা ডাকা দিতে সক্ষম হয়। পরে পুলিশ গাড়িসহ উদ্ধারকৃত গাজাখুলি থানায় নিয়ে যায়। সাত সকালে এই সাফল্যের স্বাভাবিকভাবে খুশি সংশ্লিষ্ট থানার পুলিশকর্মীরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service