2024-12-17
agartala,tripura
অপরাধ

মায়ের হাত কেটে দিল ছেলে সর্বত্র নিন্দার ঝড়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জন্মদাত্রী মায়ের দুহাত কেটে দিল কুশন্ড পুত্র।একটি হাত সম্পূর্ণ আলাদা করে দেয়। পুলিশ হন্য হয়ে খুজছে অভিযুক্তকে। ঘটনা গোমতী জেলার গর্জি ফাড়ি থানা এলাকায়। যে মা ছেলেকে দশ মাস দশ দিন গর্ভধারণ করে জন্ম দিয়ে কোলে পিঠে করে বড় করেছে, সেই সন্তানই মায়ের এক হাত কেটে আলাদা করে দিল । ঘটনার বিবরণে প্রকাশ, শুক্রবার গভীর রাতে হঠাৎই মদমত্য অবস্থায় ছেলে বিমল ঘোস তার ৭৫ বছর বয়সি মা নমিতা ঘোষের দুই হাতে ধারালো দা দিয়ে কোপাতে থাকে। সঙ্গে সঙ্গে একটি হাত সম্পূর্ণ আলাদা হয়ে মাটিতে পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় উত্তেজিত জনতা বিমল ঘোষ কে উত্তম মধ্যম দিলে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে রক্তাক্ত নমিতা ঘোষকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা সঙ্গে সঙ্গেই তাকে জিবি হাসপাতালে রেফার করে দেয়।অপরদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলেও গ্রেপ্তার করতে পারেনি অভিযুক্তকে। তবে পুলিশ জানিয়েছে খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে। এদিকে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও নিন্দার ঝড় উঠেছে। সাধারণ মানুষ অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। সভ্য সমাজে এরকম নরপাসন্ডের মত কাজ মেনে নিতে পারছে না কোনও মানুষ। গরজি থানা এলাকায় ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service