জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কিছুদিন বন্ধ থাকার পর ফের বৃদ্ধি পেয়ে চলেছে চোরের উপদ্রব। রাত দুপুরে হানা দিচ্ছে মানুষের বাড়ি ঘরে। প্রশ্ন উঠছে রাতের আগরতলায় পুলিশের ভূমিকা নিয়ে। পুলিশের কঠোর পদক্ষেপের দরুন মাঝে কিছুদিন চুরির ঘটনা অনেকটা কমে এলেও, একেবারে নিঃশেষ হয়ে যায়নি। সুযোগ পেলেই হাত সাফাইয়ের কাজে নেমে পড়ছে চোরচক্র। বাড়িঘর, ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে শুরু করে দেবালয়েও আজকাল থাবা বসিয়ে চলেছে চোরের দল। এবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলা শহরতলী আড়ালিয়া পালপাড়া এলাকায়। গতকাল গভীর রাতে চোরের দল পরপর দুটি বাড়িতে হানা দিয়ে হাতিয়ে নেয় বিভিন্ন সামগ্রী। স্থানীয় বাসিন্দা সুব্রত দেবনাথ এর বাড়িতে ঢুকে চোরের দল গাড়ির ব্যাটারি এবং ঠাকুর ঘরের বিভিন্ন সরঞ্জাম নিয়ে নিরাপদে গা ঢাকা দেয়। শুধু তাই নয় পার্শ্ববর্তী এক প্রতিবেশীর বাড়িতেও চোরের দল হানা দিয়ে হাতিয়ে নিল জলের মটর। সাত সকালে বিষয়টি প্রত্যক্ষ করতে পারেন পরিবারের লোকজন। পরে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় পুলিশকে। গভীর রাতে চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে রুটিন মাফিক তদন্ত করেই দায়িত্ব খালাস করেন এই পুলিশ। তবে একই রাতে পর পর দুটি বাড়িতে চুরির ঘটনাকে ঘিরে গোটা এলাকায় নতুন করে এখন দেখা দিল আতঙ্ক। পরপর এই চুরির ঘটনায় গভীর উদ্বিগ্ন হয়ে পড়েছে আড়ালিয়া এলাকার মানুষ। তাদের দাবি বৃদ্ধি করা হোক রাতে পুলিশের টহলদারি।
অপরাধ
রাজধানীতে চলছে চোর পুলিশের খেলা
- by janatar kalam
- 2023-02-24
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this