2024-12-20
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

মুখ্যমন্ত্রীর বাড়ি বাড়ি ভোট প্রচারের পাশাপাশি এখন চলছে রোড শো

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী পাঁচ বছরের জন্য সরকার গঠনের লক্ষ্যে রাজ্যের সাধারণ নাগরিকরা আগামী ১৬ ফেব্রুয়ারি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সেদিন গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজ্যের লক্ষ লক্ষ ভোটাররা বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত ২৯৫ জন প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন ইভিএমে। তাই প্রশাসনিক ক্ষমতা দখলের গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে চলছে এখন রাজনৈতিক দলগুলির ঝড়ো প্রচার কর্মসূচি। এবারের নির্বাচনে রাজ্যের ভিআইপি কেন্দ্র গুলির মধ্যে অন্যতম একটি কেন্দ্র হল ৮ নং টাউন বড়দোয়ালি। উপ নির্বাচনের পর এবারও দ্বিতীয়বারের মতো এই কেন্দ্র থেকে শাসকদলের মনোনীত প্রার্থী হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাই নিজের জয় সুনিশ্চিত করার পাশাপাশি জয়ের ব্যবধান বাড়ানোর লক্ষ্যে প্রতিদিনই নিজের বিধানসভা কেন্দ্র এলাকায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। বাড়ি বাড়ি ভোট প্রচারের পাশাপাশি এখন চলছে রোড শো। শুক্রবার এমনটাই দেখা গেল এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পৌর নিগমের ৪০ নং ওয়ার্ড এলাকায়। মুখ্যমন্ত্রী তথা এলাকার দলীয় প্রার্থীকে সামনে রেখে সামনে রেখে আয়োজিত এদিনের রোড শো এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। আর এই রোড শো কর্মসূচিতে প্রার্থী ডক্টর সাহা ছাড়াও উপস্থিত ছিলেন পুরো নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর শম্পা সেন চৌধুরী, বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য, মন্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ আরো অনেকে। মুখ্যমন্ত্রীর সমর্থনে আয়োজিত রোড শোকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে এদিন লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service