জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নগরীতে আগুন লাগলে ধর্মাশ্রমকেউ রক্ষা করবে না। তাই ধর্মাশ্রমে যদি কেউ বালতি ভর্তি জল নিয়ে বসেও থাকে, তাহলেও ধর্মশ্রমকে রক্ষা করা যাবে না। বিজেপি দলকে কার্যত হুঁশিয়ারি দিয়ে এই মন্তব্য করেন বিরোধী দলনেতা মানিক সরকার।মান-অভিমান ঝেড়ে ফেলে দিয়ে শেষ পর্যন্ত দলীয় নির্দেশেই নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ দেখাতে নির্বাচনী প্রচারে নামলেন বিরোধী দলনেতা মানিক সরকার। তবে যেমনি কথা তেমনি কাজ। প্রচারে নেমেছেন জোটের কোন প্রার্থীর হয়ে না, প্রচারে নেমেছেন প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী রামু দাসের সমর্থনে। বলেন, বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে পরাস্ত করতে সব কয়টি রাজনৈতিক দলের প্রতি আমরা আহ্বান রেখেছিলাম ঐক্যবদ্ধভাবে লড়াই করার জন্য। সেই ডাকে সাড়া দিয়েই কংগ্রেস সিপিআইএমের কেন্দ্রীয় স্তরের নেতৃত্বের সহমতে রাজ্যে আসন ভাগাভাগি করে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছে সিপিআইএম। মানিক সরকার এদিন শাসক সিপিআইএম দলকে তীর্যকভাবে আক্রমণ করেন। বিরোধী দলের নেতা মানিক সরকার বিজেপি দলের প্রতি আরও আক্রমণাত্মক হয়ে বলেন, যে সিপিআইএমও কংগ্রেস এক সময় সাপে নেউলে ছিল সেই সিপিআইএম আর কংগ্রেস এখন একত্রে লড়তে বাধ্য হচ্ছে শুধুমাত্র বিজেপির মত সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করতে। তেরো প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী রামু দাসের হয়ে এ দিন উপস্থিত জনতার কাছে ভোট প্রার্থনা করেছেন প্রাক্তন বিরোধী দলনেতা মানিক সরকার। সভায় উপস্থিত ছিলেন প্রার্থী রাম দাস সহ অন্যান্য সিপিআইএম নেতৃবৃন্দ।
অপরাধ
আগুনে ধর্মস্থানও রক্ষা পায় না বিজেপিকে কটাক্ষ মানিকের
- by janatar kalam
- 2023-02-05
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this