2024-12-21
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

বিরোধী জোট আশ্রিত দুষ্কৃতিকারীদের বুথ অফিসে আগুন লাগানো : বিশ্ববন্ধু

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য বিধানসভা ভোট দোড়গোড়ায়। তাই সারা রাজ্যে শাসক বিরোধী সকলেই বিভিন্ন দলীয় নির্বাচন অফিস তৈরি করেছে। অনুরুপ উত্তর জেলার ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রে প্রতিটি বুথে নির্বাচনী বুথ অফিস তৈরি করা হয়েছে। নির্বাচনী প্রচারও হচ্ছে সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে। এরই মাঝে কিছু দুষ্কৃতিকারী দল শান্তি সম্প্রীতির বাতাবরণ নষ্ট করার লক্ষ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে।ধর্মনগর বিধানসভা কেন্দ্রের ভাগ্যপুর গ্রামের পাঁচ নং বুথত অফিসে আগুন লাগিয়ে- পুড়িয়ে দেয় এক দল দুষ্কৃতিকারী। ঘটনা শুক্রবার গভীর রাতে। সকালে ঘটনাটি ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিশ্ব বন্ধু সেনের কাছে পৌঁছালে তিনি ঘটনাস্থলে ছুটে যান।পরিদর্শন করে দলীয় কর্মীর সমর্থকদের পুনরায় বুথ অফিস নির্মাণের পরামর্শ দেন। ঘটনার খবর পেয়ে পুড়ে যাওয়া বুথ অফিসে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশও।এদিকে প্রার্থী বিশ্ববন্ধু সেন বলেন, কে বা কারা রাতের আধারে ভূত অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। তবে এটা বিরোধী জোট আশ্রিত দুষ্কৃতিকারীদের কাজ বলে তার দাবি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service