2024-11-16
agartala,tripura
অপরাধ

হিংসার আগুনের পুড়লো বাড়ি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হিংসার রাজনীতি শুরু হয়েছে রাজ্যে , হত্যা, আক্রমণ আগুন লাগানো নিত্য ঘটনায় পরিণত।প্রতিটি ঘটনায় পুলিশ দৌড়ঝাপ করলেও লাগাম পরছে না সন্ত্রাসে। গভীর উদ্বিগ্ন সাধারন ভোটাররা। চারিপাড়া ৪৭ নং ওয়ার্ডের ৬৯ নংবুথের বিজেপি কার্যকর্তা তপন সরকারের বাড়িতে ভোররাতে দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে দেয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।খবর পেয়ে এলাকার বিধায়িকা মিমি মজুমদার ঘটনাস্থলে যান এবং পরিবার পরিজনদের সাথে কথা বলেন ,পাশাপাশি যতটুকু সাহায্য করা যায় বিধায়িকা সাহায্য করবেন বলে জানান।বিধায়িকা মিমি মজুমদার বলেন এই ঘটনার সাথে সিপি আই এম এবং কংগ্রেস জড়িত ।মিমি মজুমদার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিরোধী সিপিআইএম এবং কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে বলেন,. এই ধরনের নেক্কারজনক ঘটনা কোনভাবেই বরদাস্ত করবে না বিজেপি দল।ঘটনা প্রসঙ্গে এলাকার জনৈক বিজেপি কার্যকর্তা জানান, তপন সরকার নামে ঐ ব্যক্তি একসময় সিপিআইএম পার্টিতে জড়িত ছিল বর্তমানে সে বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত। তার রেশ ধরেই বিরোধী দল সম্পূর্ণ বাড়িটি পুড়ে ছাই করে দেয়। শুধু আসবাব পত্র নয় ঘটনায় সরকারি আবাস যোজনায় ঘরের ৫০ হাজার নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। এদিকে এই ঘটনায় একেবারেই ভেঙ্গে পড়েছে বাড়ির বৃদ্ধা মহিলা। তার কাতর আবেদন সরকারি সহায়তার। নির্বাচনকে কেন্দ্র করে প্রায় প্রতিদিন রাজ্যের কোন না কোন স্থানে এই ধরনের ঘটনা সংঘটিত হয়ে আসছে। এই মুহূর্তে যদি নির্বাচন কমিশন করা পদক্ষেপ গ্রহণ না করে তাহলে বাড়তেই থাকবে রাজনৈতিক সন্ত্রাস।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service