জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিমবঙ্গ থেকে নাবালক শিশুদের এনে দিবারাত্র খাটাচ্ছেন পোল্ট্রি ফার্মে। খবর পেয়ে শ্রমদপ্তর এর আধিকারিকরা ছুটে গিয়ে উদ্ধার করেছে দুই নাবালককে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছে ফার্ম মালিকের বিরুদ্ধে। মোটা টাকা রোজগারের ধান্দায় ছোট ছোট নাবালক শিশুদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এক স্বনামধন্য পোল্ট্রি মুরগির ফার্ম মালিক। ঘটনার বিবরণের জানা যায় গোলাঘাটি বিধানসভার কাঞ্চন মালার খামারপাড়ায় একটি পোল্ট্রি মুরগির ফার্ম রয়েছে যার মালিক গৌতম দেবনাথ। তার বাড়ি রাজধানী আগরতলা শহরের মিলন চক্র এলাকায় বলে জানা গেছে। ফার্মের এক ম্যানেজার পশ্চিমবঙ্গের মেদিনীপুর এবং মালদা থেকে বেশ কয়েকজন নাবালক ছেলেকে এনে ফার্মের কাজে নিযুক্ত করেছে। বহি রাজ্য থেকে আসা নাবালকরা পোল্ট্রির মুরগির মলের বিশ্রী দুর্গন্ধের মধ্যে প্রতিদিন কাজ করে চলেছে , আর এই নাবালক ছেলেদের দিয়ে কাজ করানো অবশ্যই ফার্মের মালিক গৌতম দেবনাথের যোগ সাজেসেই হচ্ছে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে শ্রমদপ্তরের আধিকারিকরা সহ পশ্চিম ত্রিপুরা জেলার চাইল্ড লাইনের কর্মীরা আমতলী থানার পুলিশের সহায়তায় ওই পোল্টির ফার্মে অভিযান চালায়। অভিযান চালিয়ে দুই নাবালক শিশুকে ফার্মে কাজ করা অবস্থায় উদ্ধার করে নিয়ে যায়। এদিকে অভিযানের খবর পেয়ে ফার্মের এক ম্যানেজার শহর থেকে দ্রুত ছুটে এসে এক নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করে। ওই ম্যানেজার শ্রমদপ্তরের আধিকারিকদের জানায় ওই নাবালক শিশুরা নাকি পশ্চিমবঙ্গ থেকে বেড়াতে এসেছে। এই ধরনের হাস্যকর কথা বলেও ম্যানেজার আইনের হাত থেকে রক্ষা পায়নি। তবে তদন্তের স্বার্থে শ্রমদপ্তরের আধিকারিকরা এবং চাইল্ড লাইনের কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিছু বলেনি। তবে চাইল্ড লাইন এবং শ্রমদপ্তরের আধিকারিকরা জানিয়েছে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরাধ
পোল্ট্রি ফার্মে নাবালকদের দিয়ে কাজ করাচ্ছে উদ্ধার দুই নাবালক
- by janatar kalam
- 2023-01-07
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this